• lscollege1965@gmail.com
  • 01309 119552
Logo

লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ

বিদ্যালয় কোড: ৪৬৫৬, EIIN No-১১৯৫৫২, কলেজ কোড: ৪৩২৬, স্থাপিত: ১৯৬৫ খ্রি.

  • অফিস: লোকেশন
  • থানা: গাবতলী, জেলা : বগুড়া
  • অধ্যক্ষের বাণী

    অধ্যক্ষের বক্তব্য:

     

    লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ  বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন একটি আধুনিক ও ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানটি অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা আধুনিক পাঠ দানের মাধ্যমে এবং অভিজ্ঞ ও কর্মঠ কর্মচারী দ্বারা পরিচালিত হয়ে আসছে। সকল শিক্ষার্থীদের  জাতীয় পর্যায়ে অগ্রনী ভূমিকা পালনের জন্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। তাছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যত জীবনে দেশের বিভিন্ন দফতরে প্রতিযোগিতার মাধ্যমে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এই কামনা করছি। সেই সঙ্গে অত্র বিদ্যালয়ের সার্বিক মঙ্গল ও উন্নতি কামনা করছি।


    মোঃ রুস্তম আলী
       অধ্যক্ষ

    লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ

    গাবতলী, বগুড়া