• lscollege1965@gmail.com
  • 01309 119552
Logo

লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ

বিদ্যালয় কোড: ৪৬৫৬, EIIN No-১১৯৫৫২, কলেজ কোড: ৪৩২৬, স্থাপিত: ১৯৬৫ খ্রি.

  • অফিস: লোকেশন
  • থানা: গাবতলী, জেলা : বগুড়া
  • লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংক্ষিপ্ত ইতিহাস

    প্রতিষ্ঠানের ইতিহাস :

    ঐতিহ্যবাহী লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজটি বগুড়া জেলার গাবতলী উপজেলায় লাঠিগঞ্জ নামক স্থানে অবস্থিত। প্রতিষ্ঠানটির মোট জমির পরিমাণ ১.০৬ একর। প্রতিষ্ঠানটির বিদ্যালয় শাখা 1965 সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সহিত পাঠ দান কালে 1995 ইং সালে কলেজ শাখা চালু হয়। এটি গাবতলী উপজেলায় একমাত্র উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান অত্যন্ত ভালো। ষষ্ঠ থেকে এইচ এস সি পর্যন্ত  সকল পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে। এখান থেকে প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠানে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। বর্তমানে বিদ্যালয় শাখায় দুই বিভাগে এবং কলেজ শাখায় ২২ টি বিষয়ে পাঠদান করানো হয়। বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অনেক ভালো করছে। উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা, বিজ্ঞান সপ্তাহ, ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি করেছে। প্রতিষ্ঠানে রোভার স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি, যুব রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কার‌্যক্রম চালু আছে। প্রতিষ্ঠানে একটি স্মার্ট ক্লাসরুম, দুইটি মাল্টিমিডিয়া ক্লাসরুম ও একটি সমৃদ্ধ ল্যাব সহ প্রন্থাগার আছে। বর্তমানে প্রতিষ্ঠানে একটি চরতলা বিশিষ্ট্য আইসিটি ভবন নির্মিত হয়েছে। তাছাড়া একতলা বিশিষ্ট্য একটি একাডেমিক ভবন ও দুইটি আধাপাকা ভবন রয়েছে। বর্তমানে উপজেলা পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।